Select Page
২০২১-০৮-১৬
প্রচারমাধ্যম খবরে নারীর ব্যক্তিগত জীবন ও পোশাক-পরিচ্ছদ নিয়ে ন্যেতিবাচক ও অবমাননাকর উপস্থাপন সম্পর্কে প্রেস কাউন্সিলের নীরবতায় নারীপক্ষ’র ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্মারক নং না.প ০৮/২০২১-৩৬৮


১ ভাদ্র ১৪২৮/১৬ আগষ্ট ২০২১


প্রতিবাদ বিবৃতি

প্রচারমাধ্যম খবরে নারীর ব্যক্তিগত জীবন ও পোশাক-পরিচ্ছদ নিয়ে ন্যেতিবাচক ও অবমাননাকর উপস্থাপন সম্পর্কে প্রেস কাউন্সিলের নীরবতায় নারীপক্ষ’র ক্ষুব্ধ প্রতিক্রিয়া


গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকাসহ বিভিন্ন প্রচার মাধ্যম নায়িকা পরিমণিকে নিয়ে তোলপাড় করছে। আইনের দৃষ্টিতে সে যদি কোন অপরাধ করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতেই পারে। প্রচারমাধ্যমের দায়িত্ব খবর পরিবেশনকালে কেবলমাত্র সেই খবরটুকু তুলে ধরা কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, এই ক্ষেত্রে প্রচারমাধ্যম নিজেরাই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পরিমণির ব্যক্তিজীবন, ব্যক্তিগত সম্পর্ক, পোশাক-পরিচ্ছদ, ইত্যাদি নিয়ে রুচিহীন ভাষা ব্যবহার ও অবমাননাকর মন্তব্য করছে, যা নারীর প্রতি গভীর বিদ্বেষের প্রতিফলন। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে।

আমরা অবলোকন করেছি যে, এই ঘটনা কেবল একজন পরিমণির ক্ষেত্রেই নয়, যেকোন অপরাধের সাথে কোন নারীর নাম যুক্ত হলেই প্রচারমাধ্যমগুলো তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে এভাবেই মাতামাতি করে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক ও অনাকক্সিক্ষত এবং সমগ্র নারী সমাজ তথা দেশের জন্য অবমাননাকর। এই পরিস্থিতিতে প্রেস কাউন্সিলের নিষ্ক্রিয় ও নীরব অবস্থান প্রেস কাউন্সিলের ভূমিকা, দায়িত্ব ও কর্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। এই বিষয়ে প্রেস কাউন্সিলের ব্যাখ্যা দাবি করছি।

তামান্না খান পপি

আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This