Select Page
২০২১-০৯-১৫
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি: নারীপক্ষ ক্ষুব্ধ ও বিস্মিত

স্মারক নং না.প ০৯/২০২১-৪১৬

৩১ ভাদ্র ১৪২৮/১৫ সেপ্টেম্বর ২০২১


প্রতিবাদ বিবৃতি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি: নারীপক্ষ ক্ষুব্ধ ও বিস্মিত


পত্রিকান্তরে প্রকাশ, ক্যাম্পাসে ছাত্রীদের যৌন হয়রানি থেকে রক্ষা করার অজুহাতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আই ইউ টি) ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি করা হয়েছে। নারীপক্ষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও বিস্মিত।

জানা গেছে, ঢাকার গজীপুরে অবস্থিত এই বিশ^বিদ্যালয়টিতে অধ্যয়নরত কয়েকজন বিদেশী ছাত্র এবং প্রশাসনের কিছু পুরুষ কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাধিক ছাত্রী। তারা অভিযোগ করেছে যে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রীদের উপর একাধিক যৌন হয়রানির ঘটনা ঘটছে কিন্তু এ বিষয়ে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোন কার্যকর ফল পাওয়া যায়নি। ২০০৯ সালে হাই কোর্টের নির্দেশনা থাকা সত্তে¡ও এই বিশ^বিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কোন ‘অভিযোগ কমিটি’ও গঠিন করা হয়নি। ঘটনা ঘটার পরে গঠিত তদন্ত কমিটি পুরো ঘটনা খারিজ করে দেয়। বিশ^বিদ্যালয় কর্তপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা তো নেয়ইনি, উপরন্তু ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি করেছে! এর ফলে ছাত্রীরা সূর্যাস্তের পরে আর তাদের হল- এর বাইরে বের হতে পারছেন না, যা নারী শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অপরদিকে, অভিযুক্তরা বহালতবিয়তে আছে ও নির্বিঘেœ ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে!

এই নক্কারজনক ঘটনা সকল শিক্ষার্থী, শিক্ষক এবং নারীদের জন্য অত্যন্ত ক্ষতির ও অবমাননার। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন আচরণ একদিকে নারীর উপর যৌন সহিংসতাকে উৎসাহিত করছে, অপরদিকে শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রযাত্রাকে দারুণভাবে বিঘিœত করছে। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেইসাথে সরকারের সংশ্লিষ্ট প্রশাসন এবং বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা নেয়া হোক। ক্যাম্পাস থেকে বিতর্কিত ‘সূর্যাস্ত আইন’ বাতিল করা হোক। ২০০৯ সালে হাই কোর্টের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে যৌন হয়রানি প্রতিরোধে ‘অভিযোগ কমিটি’ গঠন ও সক্রিয় করা হোক।

তামান্না খান পপি

আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This