Select Page
২০২২-০৮-১০
চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সাথে নারীপক্ষ’র সংহতি প্রকাশ

স্মারক নং না.প ০৮/২০২২- ২২৫

২৬ শ্রাবণ ১৪২৯/১০ আগাষ্ট ২০২২


চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সাথে নারীপক্ষ’র সংহতি প্রকাশ


চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে হবিগঞ্জের ২৪টি চা-বাগানসহ দেশের সকল চা-বাগানের শ্রমিকগণ গত ৯ আগষ্ট ২০২২, মঙ্গলবার থেকে সকাল ৮টা – ১০টা পর্যন্ত প্রতিদিন ২ঘন্টা করে কর্ম বিরতি পালন করছেন। তাদের এই কর্মবিরতি আগামী ১১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এরমধ্যে তাদের দাবি মানা না হলে তারা বাগানগুলো বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই দাবিকে নারীপক্ষ অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে মনে করছে। নারীপক্ষ তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে এবং অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেয়া ও তা দ্রæততার সাথে কার্যকর করার জন্য সরকার ও চা-বাগান মালিকদের সংগঠন ‘বাংলাদেশ চা-সংসদ’সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন ‘বাংলাদেশ চা সংসদ’ নেতৃবৃন্দের মধ্যে বেতন বৃদ্ধির দ্বি-পাক্ষিক চুক্তি হলেও দীর্ঘ ১৯ মাসেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রæতির বাস্তবায়ন করেনি। নিত্যপণ্যসহ সকলপ্রকার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবন এখন ভয়াবহরকম বিপর্যস্ত। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে চা শ্রমিক, পোশাক শ্রমিক, শ্রমজীবী-মেহনতিসহ স্বল্প আয়ের মানুষেরা। এহেন পরিস্থিতিতে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিটি দ্রæততার সাথে বাস্তবায়ন অপরিহার্য।

তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This