Select Page
২০১৭-১০-০৭
মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা ও নির্মমভাবে হত্যার বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন

“বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠির পাশে আমরা” এই শিরোনামে আজ ২২ আশ্বিন ১৪২৪/৭ অক্টোবর ২০১৭ শনিবার ৩.৩০মি: থেকে ৪.৩০মি: পর্যন্ত নারীপক্ষ ও দুর্বার নেটওয়ার্ক সম্মিলিতভাবে নারীপক্ষ’র কার্যালয়ের (ধানমন্ডি ৫/এ, সাতমসজিদ রোড) সামনে অবস্থান কর্মসূচী পালন করে। এই কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে ঢাকায় সবুজের অভিযান, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, উবিনীগ, দুঃস্থ মহিলা সমিতি, শতাব্দী মহিলা কল্যাণ সংস্থা, নারী গ্রন্থ প্রবর্তণা, গণস্বাস্থ্য কেন্দ্র এবং একই সাথে ঢাকার বাইরের ২৫ টি জেলা-উপজেলায় নারী আন্দোলনের সাথে যুক্ত সংগঠন ও মানবাধিকার সংগঠন সমূহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই কর্মসূচী পালন করে।

কর্মসূচীতে নিম্ন লিখিত দাবীগুলো জানানো হয়:
 গণহত্যা ও ধর্ষণ বন্ধ কর
 রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দাও
 রোহিঙ্গা শরণার্থী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর
 রোহিঙ্গা শরণার্থী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত কর
 আশ্রয় শিবিরে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
 রোহিঙ্গা নারী ও শিশুর কাউন্সেলিং এর ব্যবস্থা করা

নারীপক্ষ ও দুর্বার নেটওয়ার্ক, সাতমসজিদ রোড, ধানমন্ডিতে অবস্থান কর্মসূচী
সবুজের অভিযান ফাউন্ডেশন, নারীপক্ষ ও দুর্বার নেটওয়ার্ক, সাতমসজিদ রোড, ধানমন্ডিতে অবস্থান কর্মসূচী
সাতমসজিদ রোড, ধানমন্ডিতে অবস্থান কর্মসূচী
সাতমসজিদ রোড, ধানমন্ডিতে অবস্থান কর্মসূচী
সাইডো- রাজাপুর, ঝালকাঠিতে অবস্থান কর্মসূচী
এএফএডি- কুড়িগ্রাম অবস্থান কর্মসূচী
মাদারীপুর মহিলা উননয়ন সংস্থা- মাদারীপুরে অবস্থান কর্মসূচী
রুরাল পুওর ডেভলপমেন্ট অর্গানাইজেশন- টাঙ্গাইল অবস্থান কর্মসূচী
ফিডা- লালমনিরহাট অবস্থান কর্মসূচী
নারীর স্বাস্থ্য আন্দোলন জোট- বরিশাল
নাইস ফাউন্ডেশন – অবস্থান কর্মসূচী
সংকল্প ট্রাস্ট- পাথরঘাটা, বরগুনা
শ্রম উন্নয়ন সংস্থা – নেত্রকোনা

 

Pin It on Pinterest

Share This