Select Page
২০১৭-১২-১৩
“নারীরা ফসলের মাঠে যেতে পারবে না” ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জানিয়ে কুষ্টিয়া-৪ মাননীয় সংসদ সদস্যকে চিঠি

স্মারক নং- না.প- ১২/২০১৭- ২০৬

২৯ অগ্রহায়ণ ১৪২৪/১৩ ডিসেম্বর ২০১৭


বরাবর
আবদুর রউফ
মাননীয় সংসদ সদস্য
কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী)

বিষয়: “নারীরা ফসলের মাঠে যেতে পারবে না” ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ

মাননীয় সংসদ সদস্য,

গত ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার জুম্মার নামাজের পর আপনার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়, নারীরা ফসলের মাঠে যেতে পারবে না, কারণ তারা সেখানে ‘ফসলের ক্ষতি’ এবং ‘অসামাজিক কার্যকলাপ’ করছে। নারীপক্ষ এই ঘোষণায় অত্যন্ত ক্ষুব্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ এবং এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণে আপনার প্রতি জোর দাবি জানাচ্ছি।

আপনি জানেন, ঐতিহাসিকভাবে কৃষিকাজের প্রবক্তা নারী এবং এখনো পর্যন্ত কৃষিকাজের বড় অংশ জুড়ে রয়েছে গ্রামবাংলার অসংখ্য নারী। স্বাধীন বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের যেকোন পেশা গ্রহণের অধিকার রয়েছে। সুতরাং ফসলের মাঠে নারীদের প্রবেশ নিষিদ্ধ করে ফতোয়া প্রদানকারীরা যাতে কোনভাবে রেহাই পেতে না পারে এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে নারীপক্ষ আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে।

বিনীত,

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This