Select Page
২০১৭-১২-২১
পারভীন বেগমকে রাস্তায় সন্তান প্রসব করতে বাধ্য করার জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন

স্মারক নং- না.প- ১০/২০১৭-১৫৭

৬ কার্তিক ১৪২৪/২১ অক্টোবর ২০১৭

প্রতিবাদ বিবৃতি

পারভীন বেগমকে রাস্তায় সন্তান প্রসব করতে বাধ্য করার জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন

গত ১৭ অক্টোবর ২০১৭, দাবিকৃত টাকা দিতে না পারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আজীমপুর মাতৃসদন থেকে প্রত্যাখ্যাত হয়ে রাস্তায় জনসমক্ষে সন্তান প্রসব করতে বাধ্য হন পারভীন বেগম। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নবজাতকের। এই করুণ ও মর্মান্তিক ঘটনা আমাদের সরকারি হাসপাতালগুলো ও দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপরিসীম অনিয়ম, দুর্নীতি এবং স্বাস্থ্যসেবা দানকারীদের চরম গাফিলতিরই প্রমান। এই অবস্থা সমগ্র রাষ্ট্র ব্যবস্থা, তথা সরকারের চরম ব্যর্থতার পরিচায়ক, যা আমাদের প্রত্যেকের জন্য লজ্জার, অপমানের ও ক্ষোভের। এর নিরসন এক্ষুণি করতে হবে। অন্যথায় এরকম ঘটনার পুনারাবৃত্তি ঘটতে থাকবে, যা কোনভাবেই চলতে দেওয়া যায় না।

পারভীন বেগমের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদান করুন। একই সাথে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম, দুর্নীতি, অবহেলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিয়ে সেবা খাতসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করুন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।

উচ্চ আদালত ইতিমধ্যে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পারভীন বেগমকে ক্ষতিপূরণ প্রদান বিষয়ে জানতে চেয়ে রুল জারি করায় নারীপক্ষ আদালতের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

 

Pin It on Pinterest

Share This