Select Page
২০১৭-০৮-২৯
আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে তৈরিপোশাক কারখানার শ্রমিকদের উৎসবভাতা এবং বেতন পরিশোধে উদ্যোগ গ্রহণের দাবি

স্মারক নং- না.প. ০৮/২০১৭- ১১৯

১৪ শ্রাবণ ১৪২৪/২৯ আগস্ট ২০১৭

বরাবর,
সভাপতি,
বাংলাদেশ তৈরিপোশাক প্রস্তুতকারক এবং আমদানিকারক সমিতি (বিজিএমইএ)
২৩/১ পান্থ পথ, লিংক রোড
কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ

বিষয়: আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে তৈরিপোশাক কারখানার শ্রমিকদের উৎসবভাতা এবং বেতন পরিশোধে উদ্যোগ গ্রহণের দাবি

সম্মানিত সভাপতি,

আর মাত্র তিনদিন পরেই ঈদ-উল-আযহা উৎসব কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, এখনো পর্যন্ত অনেক তৈরিপোশাক কারখানার শ্রমিকদের এই উৎসবভাতা এবং তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এটি কেবল অমানবিকই নয়, শ্রম-আইনেরও লঙ্ঘন।

যাদের ঘাম ঝরানো শ্রম দিয়ে অর্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতির উন্নতি হয়, সেই স্বল্প আয়ের শ্রমিকদের জীবনমানের উন্নতি সীমাবদ্ধ। তাদের সীমিত উপার্জনে এমনিতেই তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয়। বছরের এই দুইএকটি উৎসবকে ঘিরে তাদের যেটুকু আনন্দ তাও তারা উপভোগ করতে পারবে না যথাসময়ে বেতন-ভাতা না পেলে। তাই, আর কালবিলম্ব না করে অন্ততপক্ষে বিজিএমইএ ভুক্ত কারখানাগুলো শ্রমিকদের এই উৎসবভাতা এবং বেতন প্রদান করে সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে আমরা আপনাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদসহ,

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ

 

Pin It on Pinterest

Share This