Select Page
২০১৭-০৮-৩০
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নৃশংস হামলা বিশ্ব মানবতার অবমাননা ও মানবাধিকারের চরম লঙ্ঘন


স্মারক নং- না.প- ৮/২০১৭-১২১

১৫ ভাদ্র ১৪২৪/৩০ আগস্ট ২০১৭

বিবৃতি

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নৃশংস হামলা বিশ্ব মানবতার অবমাননা ও মানবাধিকারের চরম লঙ্ঘন


নিরাপত্তার নামে সেনা অভিযানের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তু সীমান্তে অবস্থান করছে। নদী পার হতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হচ্ছে তাদের অনেক নারী ও শিশু। সীমান্তরক্ষী বাহিনী আশ্রয়হীন এই রোহিঙ্গাদের অনেককে পুনরায় সেদেশে ফেরত পাঠাচ্ছে, যা তাদেরকে আরো মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। অপরদিকে আবার সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার এর যৌথ সেনা অভিযানের পায়তারা চলছে। এই ঘটনাবলী বিশ্ব মানবতার নিদারুণ অবমাননা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। নারীপক্ষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং ব্যথিত।

গত ২৪ আগস্ট ২০১৭ প্রায় ২৫টি পুলিশচৌকিতে আরসার সশস্ত্র সদস্যরা একযোগে হামলা চালালে সম্প্রতিক এই ঘটনার সূত্রপাত ঘটে এবং এসব ঘটনটায় নিহতের সংখ্যা একশত ছাড়িয়ে গেছে। গতবছর অক্টোবর মাসেও একই রকম হালার ঘটনা ঘটে। ৯ অক্টোবর ২০১৬ মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন প্রদেশে কয়েকজন সীমান্তরক্ষী সেনা নিহত হবার প্রেক্ষিতে সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গা এলাকাগুলোতে অভিযান চালায়। সেনা সদস্য ও স্থানীয়রা রোহিঙ্গাদের বহু গ্রামে হামলা ও লুটপাট চালিয়ে, বাড়িঘরে আগুন লাগিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করে। এতে শতাধিক রোহিঙ্গা নিহত এবং ৩০ হাজারেরও বেশী বাস্তুুচ্যুত হয়। অনেক নারী ও কিশোরীকে ধর্ষণ করে। ২০১২ সাল থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলেও ১৯৭৮ সাল থেকে সেখানে রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। অব্যাহত দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনে প্রাণভয়ে সীমান্ত দিয়ে পালিয়ে বেড়ানো রোহিঙ্গাদের মধ্যে অনেকেই জীবন বাঁচানোর তাগিদে ঢুকে পড়েছে বাংলাদেশে।

নারীপক্ষ অবিলম্বে রোহিঙ্গাদের উপর এই নৃশংস হামলা বন্ধ করতে ও তাদের দেশত্যাগে বাধ্য করা থেকে মিয়ানমান সরকারকে বিরত রাখতে এবং রোহিঙ্গাদের পাশে দাড়াতে বিশ্ব সম্প্রদায়কে আহবান জানাচ্ছে। সেইসাথে আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি, মানবতার বিষয়টি সর্বাধিক বিবেচনায় নিয়ে অসহায় ও নিরাশ্রয় এইসকল রোহিঙ্গাদের আশ্রয় দিন, তাদের পাশে দাঁড়ান।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This