Select Page
২০১৩-০১-২৮
‘পদ্মশ্রী’ খেতাব প্রাপ্তিতে ঝর্ণাধারা চৌধুরী কে অভিনন্দন জ্ঞাপন

স্মারক নং- না.প. ০১/২০১৩-

১৫ মাঘ ১৪১৯/২৮ জানুয়ারি ২০১৩

বরাবর,
ঝর্ণাধারা চৌধুরী
সচিব, গান্ধী আশ্রম ট্রাস্ট
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী

বিষয় : ‘পদ্মশ্রী’ খেতাব প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন।

শ্রদ্ধেয় ঝর্ণাধারা চৌধুরী,

আপনি সমাজকর্মের জন্য ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হয়েছেন জেনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

আপনিই একমাত্র বাংলাদেশী যিনি এই খেতাবে ভূষিত হয়েছেন। এই সম্মান সমগ্র বাংলাদেশ এবং নারী সমাজের জন্য গর্বের। দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন প্রচেষ্টার পাশাপাশি শান্তি, স¤প্রীতি প্রসার ও অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার ধীর্ঘ দিনের সংগ্রাম ও সুবিশাল কর্মকান্ড উদাহরণ যোগ্য।

আপনার দীর্ঘ ও সুস্থ্য জীবন কামনায়,

ইউ.এম. হাবিবুন নেসা,
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This