Select Page
২০১৩-০১-০৭
নির্বাচনকে ঘিরে সহিংসতা, প্রাণহানি, জ্বালাও পোড়াও- বিশেষভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ: নির্বাচন কমিশনের ব্যর্থতা

২৪ পৌষ ১৪২০/৭ জানুয়ারি ২০১৩


প্রতিবাদ বিবৃতি

নির্বাচনকে ঘিরে সহিংসতা, প্রাণহানি, জ্বালাও পোড়াও- বিশেষভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ: নির্বাচন কমিশনের ব্যর্থতা


গত ৫ জানুয়ারি ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘটেছে ব্যাপক সহিংসতা, প্রাণহানি, জ্বালাও পোড়াও; বিশেষভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ। নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর নৃসংশ আক্রমণ, শত শত ঘরবাড়ি, দোকনপাট পোড়ানো, ভাঙচুর ও লুটপাট চলছে। আক্রান্তরা সহায়সম্বল ও আশ্রয়হীন হয়ে পালিয়ে বেড়াচ্ছে বা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। গোটা হিন্দু সমাজ চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।
এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনকে ঘিরে দেশের আইন-শৃঙ্ক্ষলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান নির্বাচন কমিশনের দায়িত্ব। অথচ এহেন ঘটনা প্রতিরোধ বা বন্ধে নির্বাচন কমিশন একেবারেই প্রস্ত্তত ছিলো না। এটি অত্যন্ত নিন্দনীয় এবং হতাশার। এ ধরনের ঘটনা যাতে আর একটিও না ঘটে এখনই সে ব্যবস্থা নেয়া হোক। সংঘটিত ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের সম্মুখীন করা হোক।
দেশের প্রত্যেকের জানমালের নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের আরো দাবি হচ্ছে, দেশে প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সরকারকে অবশ্যই স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে সমাজ ও রাষ্ট্রের সকল পক্ষকে এই কাজে উদ্যোগী হওয়ার আহবান জানাচ্ছি।

বার্তা প্রেরক

ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

 

Pin It on Pinterest

Share This