মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে ১৯৮৮ সাল থেকে প্রতি বছরের মত এবারও বিজয় দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে নারীপক্ষ ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘ সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে।’’
ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস, বেদনার মাস। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি, বিশ্ব মানচিত্রে অঙ্কিত হয়েছে আমাদের অবস্থান। এর জন্য আ
মাদের অনেক মূল্য দিতে হয়েছে, হারাতে হয়েছে অনেক স্বজন। আপন অসিত্মত্বে সদা বিরাজমান সেই স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমরা এভাবে সম্মিলিত হই।
কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে আজকে প্রয়োজন সকল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারার সমন্বিত প্রয়াস। এই প্রয়াসই পারে সকল ধর্ম-বর্ণের মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে এবং সাম্প্রদায়িক সংকটে একে অপরের পাশে দাঁড়াবার মানসিকতা তৈরী করতে ও সামাজিক প্রস্ত্ততি সম্পন্ন করতে।
আসুন মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে আমরা মোমবাতির আলো জ্বালিয়ে নিজেদের আলোকিত করি, দূর করি সাম্প্রদায়িকতার অন্ধকার, গড়ে তুলি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।
স্থান : কেন্দ্রীয় শহীদ মিনার
সময় : বিকাল ৫:১৫ থেকে সন্ধ্যা ৬:৩০
তারিখ : শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪১৯/৮ ডিসেম্বর ২০১২
নারীপক্ষ
র্যাংগস নীলু স্কোয়ার (৫ম তলা), বাড়ী- ৭৫, সড়ক- ৫/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
জিপিও বক্স-৭২৩, ঢাকা-১০০০, ফোন : ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭, ফ্যাক্স : ৮৮০-২-৮১১৬১৪৮
ই-মেইল : naripokkho@gmail.com, ওয়েব : www.naripokkho.com.bd
আলোর স্মরণে কাটুক আঁধার – ২০১২