Select Page
২০১৭-০৮-২৪
দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর নাসরীন হক এর মামলার রায়

স্মারক নং- না.প- ০৮/২০১৭- ১১৮

৯ ভাদ্র ১৪২৪/২৪ আগষ্ট ২০১৭


দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর নাসরীন হক এর মামলার রায়

দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর নারী আন্দোলন ও মানবাধিকার কর্মী নাসরীন হক-এর হত্যা মামলার রায় ঘোষনা করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ নং আদালতের বিচারক আজ এই মামলার রায় ঘোষনা করেন। রায়ে একমাত্র অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ (২০) হাজার টাকা জরিমানা এর শাস্তি প্রদান করা হয়েছে।

নাসরীন হক, কান্ট্রি ডিরেক্টর, এ্যাকশনএইড এবং সদস্য নারীপক্ষ, গত ২৪ এপ্রিল ২০০৬ আনুমানিক সকাল ৯: ৪০ মিনিটে নিজ বাড়ীর গাড়ী পার্কে অফিস হতে নিতে আসা এ্যাকশনএইড -এর চালক ও গাড়ী দ্বারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

নাসরীন হক একটি আন্দোলনের নাম, যাঁর কন্ঠ সর্বদা স্বোচ্চার ছিলো শোষণ, নির্যাতন ও বৈষম্যের শিকার মানুষের পক্ষে। নারীর প্রতি সহিংসতা রোধে নাসরীন হক ছিলেন সদা সচেষ্ট। প্রসূতিমৃত্যু রোধে তাঁর পদক্ষেপ ছিলো অত্যন্ত বলিষ্ঠ। নারীর প্রজননস্বাস্থ্য অধিকার নিয়ে তাঁর নিরলস প্রচেষ্টার সুফল পাচ্ছেন বাংলাদেশের অসংখ্য নারী। এসিড আক্রমণের শিকার নারীর মুখ নাসরীন হকই প্রথম জন-সম্মুখে নিয়ে এসেছিলেন।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This