স্মারক নং- না.প- ১২/২০১৭- ২০৪
২৯ অগ্রহায়ণ ১৪২৪/১৩ ডিসেম্বর ২০১৭
প্রতিবাদ বিবৃতি -“নারীদের ফসলের মাঠে যেতে মানা” ফতোয়া প্রদানকারীদের এখনই প্রতিহত করা হোক
গত ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার জুম্মার নামাজের পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর জামে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়, নারীরা ফসলের মাঠে যেতে পারবে না, কারণ তারা সেখানে ‘ফসলের ক্ষতি’ এবং ‘অসামাজিক কার্যকলাপ’ করছে। নারীপক্ষ এর তীব্র প্রতিবাদ এবং এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
ঐতিহাসিকভাবে কৃষিকাজের প্রবক্তা নারী এবং এই উপমহাদেশে এখনো পর্যন্ত কৃষিকাজের বড় অংশ জুরে রয়েছে গ্রামবাংলার অসংখ্য নারী। স্বাধীন বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের যেকোন পেশা গ্রহণের অধিকার রয়েছে, ফসলের মাঠে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার ধৃষ্টতা যে বা যারা দেখিয়েছে তাদেরকে এখনই কঠোর হস্তে প্রতিহত করতে হবে। এর জন্য কার্যকর সকল পদক্ষেপ নিতে নারীপক্ষ সরকার ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।