Select Page
২০২১-১১-১৮
‘নাসরীন হক স্মারক বক্তৃতা’

০৩ অগ্রহায়ণ/১৮ নভেম্বর নারী আন্দোলন ও মানবাধিকার কর্মী, নারীপক্ষ’র প্রয়াত সদস্য নাসরীন হক এর জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে নারীপক্ষ’র আয়োজনে ১৮ নভেম্বর ২০২১, সন্ধ্যা ৭ টায় আন্তর্জালে ‘নাসরীন হক স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়। স্মারক বক্তৃতার শিরোনাম- “অধস্তনতার বিরুদ্ধে প্রতিরোধ নাকি আধিপত্যের প্রসার: রাষ্ট্রীয় নীতির প্রভাব, আন্দোলনের রাজনীতি ও নারীবাদী তৎপরতা”। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিরদৌস আজীম- নির্বাহী সদস্য ও প্রাক্তন সভানেত্রী, নারীপক্ষ। নাসরীন হক সম্পর্কে আলোচনা করেন, তামান্না খান পপি- নির্বাহী সদস্য ও প্রাক্তন সভানেত্রী, নারীপক্ষ। এই বার্ষিক বক্তৃতামালার উদ্বোধনী ও প্রধান বক্তা হিসেবে মৈত্রেয়ী মুখোপাধ্যায়, ভারতীয় নারীবাদী গবেষক ও আন্দোলন কর্মী বক্তব্য রাখেন। প্রশ্নত্তোর পর্ব এবং প্রাণের মানুষ আছে প্রাণে—– এবং চির বন্ধু চির নির্ভর– গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মাহীন সুলতান – নির্বাহী সদস্য ও প্রাক্তন সভানেত্রী, নারীপক্ষ।

নাসরীন হক যে সকল অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত ছিলেন তা শুধুমাত্র নারী অধিকার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকার এবং নারী মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সব ধরণের, সব শ্রেণীর, ভাষার, ধর্মের, সম্প্রদায়ের, জাতিসত্তার, যৌনপরিচিতির সর্বোপরি সামাজিক কোন পার্থক্যই তাঁর জন্য দেয়াল তৈরি করতে পারে নাই। সকলের দিকেই তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেন।

নারীপক্ষ মনে করে, নাসরীন হক স্মারক বক্তৃতার আয়োজন তাঁর স্বপ্ন এবং কর্মতৎপরতাকে ধরে রাখার শ্রেষ্ঠ উপায়।

 

Pin It on Pinterest

Share This