Select Page
২০২১-০৯-১৯
নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গত ৪ আশ্বিন ১৪২৮/ ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রবিবার নারীপক্ষ’র “নারী ও যুবদলের অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্প” এর আওতায় দিনব্যাপি নাসরীন হক সভাকক্ষে নারী সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় ও মানসিকভাবে সুস্থ ও সমৃদ্ধ থাকার উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে নারীপক্ষ’র নির্বাহী সদস্য ফিরদৌস আজীম ও শিরীন হক এর সঞ্চালনায় নারী সাংবাদিকগণ সমসাময়িক বিভিন্ন বিষয় ও তারা যেসকল প্রতিবন্ধকতা মোকাবিলা করেন তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এসকল সীমাবদ্ধতা উত্তরণে যৌথভাবে কাজ করার ব্যাপারে সকলে মত প্রকাশ করেন। দ্বিতীয় পর্বে মানসিকভাবে সুস্থ ও সমৃদ্ধ থাকার উপায় নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজী বিভাগের চেয়ারম্যান জোবেদা খাতুন।

মতবিনিময় সভায় স্বাগত জানান আন্দোলন সম্পাদক তামান্না খান পপি। এছাড়াও অংশগ্রহণ করেন সদস্য রেহানা সামদানী ও সাফিয়া আজীম, কামরুন নাহার, পরিচালক, নারী ও যুবদলের অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি প্রকল্প এবং রওশন আরা, পরিচালক, পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকের অধিকার তরান্বিতকরণ প্রকল্প।

ঢাকা রিপোর্টাস ইউনিটির নারী সম্পাদক রীতা নাহার এই সভা আয়োজনে সার্বিক সহায়তা করেন।

Pin It on Pinterest

Share This