নারীপক্ষ’র আয়োজনে গতকাল ৯ চৈত্র ১৪২৭/২৩ মার্চ ২০২১, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় অন্তর্জালের মাধ্যমে “স্বাধীনতার ৫০ বছর, বীরাঙ্গনার অবহেলা- অপমান এবার হোক অবসান” শীর্ষক পোষ্টার উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানটি নারীপক্ষ’র ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাধীনতার পর ৫০ বছর বীরাঙ্গনাগণ যে বঞ্চনা, অপমান, অবহেলার ভিতর দিয়ে জীবন যাপন করছেন তার একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পোস্টার উন্মোচনের পর কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পটুয়াখালীর ৫/৬ জন বীরাঙ্গনা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। দেরীতে হলেও এমন একটি পোষ্টারের মাধ্যমে তাঁদের দু:খ, দুর্দশার কথা তুলে ধরায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তরুণ চিত্রকর সুমায়তা মাহনুর, জাহরা জিল্লুর ও তাসফিয়া বারি তাদের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বীরাঙ্গানাদের হারিয়ে যাওয়া ইতিহাসকে তুলে ধরার কাজে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্ববোধ করছি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন রেহানা সামদানী, সদস্য নারীপক্ষ।