ভূমিকা : ক্রিয়া নারীবাদী মানবাধিকার সংগঠন। এশিয়া, পূর্ব আফ্রিকা ও মধ্য প্রাচ্যের প্রায় ২০ টি দেশে সহযোগী সংগঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ক্রিয়া‘র লক্ষ হল বিভিন্ন সংগঠনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা, বিশেষত যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে। ”নবীন কন্ঠ: নতুন নেতৃত্ব – গণতন্ত্রে নতুনত্ব ও শান্তি প্রতিষ্ঠায় নারী” প্রকল্প বাস্তবায়নে ক্রিয়াকে অনুদান দিয়েছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের FLOW Fund. ক্রিয়া – বাংলাদেশ, ভারত, নেপাল, মিশর, কেনিয়া, উত্তর সুদান ও দক্ষিণ সুদানে একই সাথে এই প্রকল্প বাস্তবাবায়ন করবে। প্রত্যেক দেশে বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বাংলাদেশে নারীপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্প বর্ননা :
লক্ষ্য: নারীর প্রতি সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করে নারীকে নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে যুক্ত করা এবং রাজনীতি ও প্রশাসনে নারী অংশগ্রহন বৃদ্ধি করা
উদ্দেশ্য:
১. রাজনীতি ও প্রশাসনের সর্ব স্তরে নারীর সক্রিয় অংশগ্রহন বৃদ্ধি করা
২. নারী অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখতে সকল স্তরে বিশেষত তৃণমূল পর্যায়ে যুব নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা,
৩. নারীর নিরাপত্তা ও শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করে নারীর প্রতি সহিংসতা রোধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা
৪. জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ভেদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও এডভোকেসী করতে শক্তিশালী জোট গঠন করা
• প্রকল্প কর্মএলাকা : চারটি বিভাগ – ঢাকা, চট্রগ্রাম, বরিশাল ও রাজশাহী
• প্রকল্প কার্যক্রম :
১. উপজেলা পর্যায়ের নির্বাচিত নারী জনপ্রতিনিধি, নারী সংগঠন প্রতিনিধিদের প্রশিক্ষণ
২. নতুন প্রজন্মের নারী নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ
৩. নারী সংসদ সদস্য, নারী জনপ্রতিনিধিদের সাথে আলোচনা সভা
প্রত্যাশিত ফলাফল :
১. রাজনীতি ও প্রশাসনের সর্ব স্তরে নারীর সক্রিয় অংশগ্রহন বৃদ্ধি পাবে
২. নারী অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখতে সকল স্তরে বিশেষত তৃণমূল পর্যায়ে যুব নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি হবে,
৩. নারীর নিরাপত্তা ও শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করে নারীর প্রতি সহিংসতা রোধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে উঠবে
৪. জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ভেদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও এডভোকেসী করতে শক্তিশালী জোট গঠিত হবে
প্রথম বছরের কার্যক্রম : ২০১৩
বাস্তবায়ন সময় : আগষ্ট- ডিসেম্বর ২০১৩
ক্রমিক নং | কার্যক্রম | সংখ্যা | সম্ভাব্য স্থান | সম্ভাব্য সময় | মন্তব্য |
১ | নির্বাচিত নারী জনপ্রতিনিধি, সরকারী নারী কর্মকর্তা ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিদের জন্য দুই দিনের প্রশিক্ষন (Two days Short Courses with Women Upzila Members and Women Organizations in Bangladesh) | ২ টি | রাজশাহী (বগুড়া) ও বরিশাল | আগষ্ট (২৩-২৪ বা ৩০-৩১) | প্রথম প্রশিক্ষণটি বগুড়ায় করার পর ২য় প্রশিক্ষনের তারিখ নির্ধারণ করা হবে |
২ | নতুন প্রজন্মের নারী নেতৃত্ব উন্নয়নে তৃণমূল পর্যায়ের নারীদের নিয়ে প্রশিক্ষন ( 3 days Grassroots Training at District Level) | ৬টি | রাজশাহী -৩ টি ও বরিশাল- ৩ টি | সেপ্টেম্বর ২টি অক্টোবর ২টি নভেম্বর ২টি |
তারিখ পরে নির্দিষ্ট করা হবে। |
৩ | স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সাথে মত বিনিময় সভা (Meetings with Women Upazila Vice Chair and Local Members of Parliament) | ৬ টি | রাজশাহী -৩ টি ও বরিশাল- ৩ টি | সেপ্টেম্বর ২টি অক্টোবর ২টি নভেম্বর ২টি |
২ নং কার্যক্রমের সাথে মিলিয়ে তারিখ নির্ধারণ করা হবে |
১. প্রশিক্ষণ শিরোনাম : নির্বাচিত নারী জনপ্রতিনিধি, সরকারী নারী কর্মকর্তা ও স্থানীয় নারী সংগঠনের প্রতিনিধিদের জন্য দুই দিনের প্রশিক্ষন (Two days Short Courses with Women Upzila Members and Women Organizations in Bangladesh)
অংশগ্রহণকারী :
২৫-৩০ জন প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহন করবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিবরণ নিমণরূপ:
১০জন নির্বাচিত জনপ্রতিনিধি(জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বচিত চেয়ারপারসন, নারী ভাইসচেয়ার, কাউন্সিলর,সদস্য, মেয়র )
৫ জন প্রশাসনের নারী কর্মকর্তা (নারী ম্যাজিষ্ট্রেট, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজ কল্যান কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নারী কর্মকর্তা )
৬/৭ জন দুর্বার সদস্য
২/৩ জন রাজনৈতিক দলের নারী নেত্রী
২/৩ নারী নেত্রী / বেসরকারী সংগঠন নেত্রী
২. প্রশিক্ষণ শিরোনাম : নতুন প্রজন্মের নারী নেতৃত্ব উন্নয়নে তৃণমূল পর্যায়ের নারীদের নিয়ে প্রশিক্ষন ( 3 days Grassroots Training at District Level)
অংশগ্রহণকারী : ২৫ জন প্রতিটি প্রশিক্ষনে অংশগ্রহণ করবে।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নেতৃবৃন্দ
বিভিন্ন ক্লাব, সংগঠনের নেত্রী
রাজনৈতিক দলের নেত্রী
যুব সংগঠনের নেত্রী
নারী উদ্যোক্তা
টিআইবি এর সংগঠিত দলের নেতা, গার্লস গাইড, স্থানীয় ক্লাব, শ্রমিক সংগঠন সহ জেলা উপজেলার এধরনের সংগঠিত দলের নেত্রীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহন করবে।
৩. স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সাথে মত বিনিময় সভা (Meetings with Women Upazila Vice Chair and Local Members of Parliament)
স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) এর সাথে একদিনের ৬ টি মত বিনিময় সভা করা হবে। রাজশাহী বিভাগে ৩টি ও বরিশাল বিভাগে ৩ টি সভা করা হবে।
প্রকল্প বাস্তবায়ণ কৌশল:
এই প্রকল্পের মাধ্যমে দুর্বার কে সংগঠিত ও শক্তিশালী করার জন্য কর্মসুচি নেয়া হবে। অর্থ বরাদ্দ অপ্রতুল থাকায় বিভাগের প্রত্যেকটি জেলাকে কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে না। বিভাগের একটি জেলাকে কেন্দ্র ধরে প্রশিক্ষণ ও সভা আয়োজন করা হবে। প্রশিক্ষণ ও সভা আয়োজন ও বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করবে দুর্বারের সদস্য সংগঠন। যে এলাকায় যে সংগঠন সহযোগী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবে তার সাথে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করা হবে। সহযোগী দুর্বার সদস্য সংগঠন নির্বাচনে সহায়তা করবে দুর্বার কেন্দ্রীয় কমিটি। বিভাগের যে জেলায় প্রশিক্ষণ ও সভা হবে সে জেলার নিকটবর্তী জেলা থেকে অংশগ্রহনকারী নির্বাচন করা হবে। সকালে এসে বিকালে ফিরে যাওয়া সম্ভব এরকম এলাকাকে এক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।
সহযোগী সংগঠন এর কার্যক্রম:
প্রশিক্ষণ ও সভা আয়োজন ও বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করবে দুর্বারের সদস্য সংগঠন। প্রশিক্ষনের অংশগ্রহণকারীর তালিকা সংগ্রহ করা ও নির্বাচনে সহায়তা, প্রশিক্ষণ ও সভার স্থান নির্বাচনে সহায়তা সহ প্রশিক্ষণ ও সভা চলা কালে অংশগ্রহনকারীদের থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণে সহায়তা প্রদান করবে।
কর্মদল:
১. অমিতা দে
২. মাহীন সুলতান
৩. মাকসুদা বেগম
৪. মাহবুবা মাহমুদ লীনা
৫. কামরুন নাহার