Select Page
২০১২-০৭-১৩
ম্যাগসেসে পুরস্কার পাওয়ায় সৈয়দা রিজওয়ানা হাসান কে অভিনন্দন জ্ঞাপন।

স্মারক নং- না.প. ০৭/২০১২-

১৫ শ্রাবণ ১৪১৯/৩০ জুলাই ২০১২

বরাবর,
সৈয়দা রিজওয়ানা হাসান
প্রধান নির্বাহী,
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
বাড়ি নং- ১৫/এ
সড়ক নং- ৩
ধানমন্ডি, ঢাকা- ১২০৫

বিষয় : ম্যাগসেসে পুরস্কার পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন।

প্রিয় রিজওয়ানা হাসান,

বাংলাদেশে পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আপনার বিশেষ ভূমিকা ও অবদানের জন্য এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্তিতে নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

আপনার এ সাফল্য বিশ্বে বাংলাদেশের পরিচিতির ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ করেছে, যা আমাদের জন্য, বিশেষভাবে নারী সমাজের জন্য, গর্বের ও আনন্দের। আমরা এও জানি যে, এই আন্দোলন করতে গিয়ে আপনাকে বিভিন্ন সময়ে নানা রকম হুমকি ও বিপদের মধ্য দিয়ে এগোতে হয়েছে। তবু আপনার অদম্য ইচ্ছাশক্তি ও সাহস এবং সর্বোপরি ন্যায় প্রতিষ্ঠার প্রতি দৃঢ় অঙ্গীকারবোধ আপনাকে এই আন্দোলনে অটল রেখেছে।

ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনি আমাদের নিরন্তর অনুপ্রেরণা।

আপনার সাফল্য কামনায়,

ইউ.এম. হাবিবুন নেসা,
সভানেত্রী


 

Pin It on Pinterest

Share This