স্মারক নং- না.প. ১১/২০১২-
২৭ কার্তিক ১৪১৯/১১ নভেম্বর ২০১২
বরাবর,
আবদুস সাত্তার দুলাল
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)
বিপিকেএস কমপ্লেক্স, দক্ষিণ খান
উত্তরা, ঢাকা- ১২৩০
বিষয় : এশিয়া-প্যাসিফিক ডিজএবিলিটি রাইটস চ্যাম্পিয়ানস এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন।
প্রিয় আবদুস সাত্তার দুলাল,
প্রতিবন্ধীদের মানবাধিকার এবং তাদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা ও অবদানের জন্য জাতিসংঘের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (টঘঊঝঈঅচ) কর্তৃক আপনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার চ্যাম্পিয়ানস পুরষ্কার (এশিয়া-প্যাসিফিক ডিজএবিলিটি রাইটস চ্যাম্পিয়ানস এ্যাওয়ার্ড) লাভ করেছেন, এজন্য আমরা আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
আপনার দীর্ঘ সুস্থ জীবন এবং প্রতিবন্ধীদের জন্য আপনার কর্মকান্ডের অব্যাহত সাফল্য কামনায়,
ইউ.এম. হাবিবুন নেসা,
সভানেত্রী