Select Page
২০১৭-১২-২৭
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন

স্মারক নং- না.প. ১২/২০১৭- ২১৪

১৩ পৌষ ১৪২৪/২৭ ডিসেম্বর ২০১৭

বরাবর,
নারী ফুটবল দলের সকল সদস্য
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন
মতিঝিল বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১০০০

বিষয়: সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন

প্রিয় বোনেরা ,
বাংলাদেশ নারী ফুটবল দল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরের শিরোপা জেতায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের সমাজে নারীর জন্য কোন অর্জনই সহজসাধ্য নয়। ঘরে, বাইরে, সর্বত্র প্রতিটি পদক্ষেপে নারীকে লড়াই করে এগিয়ে যেতে হয়। সেক্ষেত্রে ক্রীড়াজগতে এই অর্জন আরও অনেক বেশী পরিশ্রম, লড়াই ও সাধনার ফসল। অনেকের চোখ রাঙানি উপেক্ষা করে ২০০৩ সালে দেশে মেয়েদের ফুটবলের যে ছোট্ট চারা গাছটি রোপিত হয়েছিল সেটি এখন ফলদায়ক বৃক্ষ। তার প্রমাণ আপনাদের এই বিজয়। এই বিজয় আপনাদের তো অবশ্যই, সেইসাথে সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

দলের অধিনায়ক মারিয়া মান্ডার নেতৃত্বে গত ২৪ ডিসেম্বর ২০১৭ ঢকার মাঠে আপনাদের অসাধারণ নৈপুণ্য আমাদের মুগ্ধ করেছে। এই আসরে বাংলাদেশ দলে খেলার কথা ছিল ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিনের কিন্তু এবছর ২৬ সেপ্টেম্বর মাত্র তিনদিনের জ্বরে ভুগে না ফেরার দেশে চলে যান তিনি, যা আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের ও বেদনার এবং মেয়েদের ফুটবল জগতের জন্য অশেষ ক্ষতির। এভাবে যেন আর কাউকে আমাদের হারাতে না হয় সেই প্রত্যাশা আমাদের সকলের। খেলা শুরুর আগে মারিয়া মান্ডা এর ঘেষণা অনুযায়ী সতীর্থ সাবিনা ইয়াসমিনকে ট্রফি উৎসর্গ করায় নারীপক্ষ সাধুবাদ জানায়।

আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও আপনারা এরকম সাফল্যের নজির স্থাপন করে আপনাদের নিজেদের যেমন উচ্চ শিখরে নিয়ে যাবেন তেমন নারীসমাজ তথা সমগ্র বাংলাদেশের অগ্রগতি সাধনের ক্ষেত্রে নিরলস সংগ্রাম চালিয়ে যাবেন।

আরও একবার শুভেচ্ছাসহ,

রেহানা সামদানী
প্রচার সম্পাদক, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This