স্মারক নং- না.প. ১২/২০১৭-
৬ পৌষ ১৪২৪/১৯ ডিসেম্বর ২০১৭
বরাবর,
মাসুদা ফারুক রত্না
নির্বাহী পরিচালক
গ্রাম বিকাশ সহায়তা সংস্থা
নরসিংদী
পোস্ট কোড- ..
বিষয়: ‘রোকেয়া পদক’ প্রাপ্তিতে নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রিয় বোন,
একজন সফল উদ্যোক্তা হিসেবে এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য আপনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় প্রদত্ত “মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত পদক” ২০১৭ অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য এবং কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
অনাথ এবং প্রতিবন্ধী শিশু ও নারীদের পুনর্বাসনে আপনার উদ্যোগ প্রংসনীয়। আপনি আমাদের পরিচিতজন, সেদিক দিয়ে আপনার এই অর্জনে আমরাও আনন্দিত ও গর্বিত। আমাদের প্রত্যাশা, এই অর্জন আপনার কর্মকান্ডকে অনেক বেশী গতিশীল ও শক্তিশালী করবে।
শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ