Select Page
২০১৭-১০-১৪
ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্মদিন উপলক্ষে আমাদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

স্মারক নং- না.প. ১০/২০১৭- ১৪৭

২৯ আশ্বিন ১৪২৪ /১৪ অক্টোবর ২০১৭

বরাবর
তানিয়া বাখ্ত
সাধারণ সম্পাদিকা
বাংলাদেশ মহিলা সমিতি
বেইলি রোড, ঢাকা

বিষয় : ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্মদিন উপলক্ষে আমাদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

প্রীতিভাজনেষু,

আমাদের সকলের শ্রদ্ধেয় ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্মদিনে নারীপক্ষ থেকে তাঁকে জানাই পরম শ্রদ্ধা। একজন প্রথিতযশা শিক্ষাবিদ, বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রভাগের একজন হিসেবে তিনি অবশ্যই আমাদের কাছে শ্রদ্ধার ও সম্মানের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যৌন নিগ্রহ ও ধর্ষণের শিকার নারীদের নিয়ে তাঁর রচিত “আমি বীরাঙ্গনা বলছি” বইটি আমাদের হৃদয় ছুঁয়েছিল এবং উদ্বুদ্ধ করেছিল ‘বীরাঙ্গনা’ বোনদের জানতে, চিনতে। আপনারা জেনে খুশি হবেন যে, দেরিতে হলেও এই নারীদের কাহিনী শুনতে, বুঝতে এবং তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য নারীপক্ষ ২০১১ সাল থেকে ‘৭১ এর যে নারীদের ভুলেছি’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে।

এখন যুদ্ধ নেই, তবুও প্রতিনিয়ত বাংলাদেশে বহু নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে। এই নির্যাতন এবং সহিংসতার দায় আমাদের সকলের। এই বাস্তবতা মোকাবেলা এবং প্রতিকার করার মধ্য দিয়েই আমরা ড. নীলিমা ইব্রাহিমের প্রতি যথার্থ সম্মান ও শ্রদ্ধা জানাতে পারব।

বিনীত,

রেহানা সামদানী
সভানেত্রী


 

 

 

Pin It on Pinterest

Share This