নারীপক্ষ নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়এর আর্থিক সহায়তায় এশিয়া, পূর্ব আফ্রিকা ও মধ্য প্রাচ্যের প্রায় ৭ টি দেশের মত বাংলাদেশে ‘নবীন কন্ঠ নতুন নেতৃত্ব’ প্রকল্প বাসত্মবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া, বরিশাল ও চট্রগ্রাম এর পর ঢাকায় গত ১-৩ আষাঢ় ১৪২২/১৫-১৭ জুন ২০১৫ ”নতুন প্রজন্মের নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক তিনদিন ব্যাপী একটি প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকার আদাবরস্থ ‘উন্নয়ন সহযোগী দল (ইউএসটি) প্রশিক্ষণ কেন্দ্র’- এ আয়োজিত এই প্রশিক্ষণ-কর্মশালায় লালমাটিয়া, শেরশাহ্শুড়ী রোড, মোহম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকার মোট ২৭ জন নতুন প্রজন্মের নারী অংশগ্রহণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন -৪ (৬,৭,৮ নং ওয়ার্ড) এর নারী কাউন্সিলর রাশিদা আক্তার ঝর্ণা এবং দুর্বার নেটওয়ার্ক- ঢাকা অঞ্চলের সভানেত্রী, সবুজের অভিযান ফাউন্ডেশন- এর নির্বাহী পরিচালক নারীনেত্রী মাহমুদা বেগম নতুন প্রজন্মের নারীদের সাথে নারী অধিকার আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় করেন। অনেক প্রতিকূলতার মধ্যে সুবিধাবঞ্চিত হয়েও নতুন প্রজন্মের নারীদের মধ্যে যে সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাতে প্রতিষ্ঠিত নারী নেত্রীবৃন্দ মেন্টর হিসেবে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশিক্ষণ-কর্মশালার সহায়ক হিসেবে ছিলেন নারীপক্ষ’র সদস্য, ইউ এম হাবিবুন নেসা, মাকসুদা বেগম ও কামরুন নাহার।