Select Page
২০১৫-০৫-২৬
”নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ-কর্মশালা

নারীপক্ষ নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এশিয়া, পূর্ব আফ্রিকা ও মধ্য প্রাচ্যের প্রায় ৭টি দেশসহ বাংলাদেশে ”নবীন কন্ঠ নতুন নেতৃত্ব ” প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া, বরিশাল ও চট্রগ্রামের পর ঢাকায় গত ১২-১৩ জ্যৈষ্ঠ ১৪২২/২৬-২৭ মে ২০১৫ ”নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক দুইদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত কাউন্সিলর, রাজনৈতিক দলের নেত্রী, সরকারি নারী কর্মকর্তা, দুর্বার নেটওয়ার্ক ও স্থানীয় নারী সংগঠনের নেত্রীসহ মোট ২২ জন অংশগ্রহণ করেন ।

নারী অধিকার ও নেতৃত্ব বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নারী অধিকার বিষয়ে নেতৃত্ব দানকারীদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি করার পাশাপাশি নতুন প্রজন্মের নারীদের নেতৃত্ব বিকাশের কৌশল নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয় ।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ নারীর সমস্যা হিসেবে চিহ্নিত করেন – ঢাকা শহরে চলাফেরায় নিরাপত্তাহীনতা, বাসে নারীর জন্য অপর্যাপ্ত আসন, নারীবান্ধব গণসৌচাগার না থাকা, প্রজনন স্বাস্থ্য সেবার অপ্রতুলতা ও পারিবারিক নির্যাতন। এছাড়া তথ্যের অপ্রতুলতা, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী ও মাদক সমস্যাও নারীর অধিকারকে ক্ষুন্ন করে।

সমস্যা উত্তরণে সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলরদের কার্যপরিধি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। কর্মশালায় গণপরিবহনে নারীর জন্য ৫০% আসন সংরক্ষিত করতে বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের সাথে দেনদরবার করার পরিকল্পনা করা হয়। গণপরিবহনে লাইন ধরে ওঠা, বয়োজ্যেষ্ঠ্, গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত নিশ্চিত করতে একযোগে কাজ করা হবে। ঢাকা শহরে বাস চলাচল উপযোগী সকল সড়কে ছোট একতলা বাসের স্থলে দোতলা বাস চালু করার দাবি নিয়েও কাজ করা হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকে পারিবারিক নির্যাতন রোধে সচেতনতা তৈরির জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সমস্যা উত্তরণে সকলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন নারীপক্ষ’র সভানেত্রী অমিতা দে, প্রকল্প সম্পাদক, ইউ এম হাবিবুন নেসা, সদস্য কামরুন নাহার ও মাকসুদা বেগম।

”নারীর নেতৃত্ব বিকাশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণকারীদের কয়েকজন

Pin It on Pinterest

Share This