Select Page
২০০৮-১১-২৫
নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০০৮

ঘোষণাপত্র

বিশ্বের সর্বত্র নারীরা বিভিন্ন সহিংসতা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার শিকার। বয়স, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে বিশ্বব্যাপী অব্যাহত এই সহিসংতা নারীর বিকাশের পথে অন্তরায়। এই প্রেক্ষিতে ১৯৮১ সালের ২৫ নভেম্বর ল্যাটিন আমেরিকার নারীদের এক সম্মেলনে নারীর প্রতি সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসাবে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে ২৫ নভেম্বর ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ হিসেবে স্বীকৃতি পায়।

১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম এ দিবসটি পালন করে নারীপক্ষ। এরপর প্রতি বছর ঢাকায় নারীপক্ষ’র নেতৃত্বে ৪৭টি সংস্থার সমন্বয়ে একটি উদযাপন কমিটি দিবসটি পালন করছে।

২০০৮ এ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস এর প্রতিপাদ্য বিষয় হলো

“জাতীয় নির্বাচনে নারী, বিশেষত সংখ্যালঘু নারীর উপর সহিংসতা প্রতিরোধ”।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারী ভোটার বিশেষত ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী, প্রতিবন্ধী নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা করা হচ্ছে। কারণ বিগত নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী তিক্ত অভিজ্ঞতা আমাদেরকে এসব বিষয়ে ভাবিয়ে তুলেছে।

বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুন:প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ হিসাবেও বাংলাদেশ পরিচিত। এসব অর্জন এবং খ্যাতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতা। তাই জাতীয় নির্বাচনে নারীর প্রতি বিশেষত সংখ্যালঘু নারীদের উপর সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য। নারী ভোটার এবং সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা বিধানকল্পে সরকারের কাছে নারী আন্দোলনের দাবি:
* প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নারীর প্রতি সহিংসতা রোধে ব্যবস্থা নেয়া
* যে সকল এলাকায় সংখ্যালঘু নির্যাতনের হার বেশি সেসকল এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা।
* নারীরা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে তার নিশ্চয়তা বিধান করা।
* নারী প্রার্থীরা যাতে অবাধে প্রচারণা চালাতে পারে তার নিশ্চয়তা বিধান করা।

আমাদের করণীয়:
* নারী সকল বাধা অতিক্রম করে সকল ভোটারকে নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা।
* জাতি, ধর্ম, বর্ণ, প্রতিবন্ধী নির্বিশেষে সকল নারী যাতে অবাধে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট প্রদান করতে পারেন এর ব্যবস্থা করা।

আসুন আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলি যেখানে নারী-পুরুষ-সংখ্যালঘু নির্বিশেষে সকলেই নিরাপদ এবং সহিংসতা মুক্ত।

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন

১১ অগ্রহায়ণ ১৪১৫/২৫ নভেম্বর ২০০৮

Pin It on Pinterest

Share This