Select Page
২০১৫-১১-২৫
নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০১৫

নারীর উপর যৌননির্যাতন: প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়–ন

যুগে যুগে নারীর উপর নানাভাবে, নানা কৌশলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতন ও সহিংসতা হয়ে আসছে। এরই একটি ভয়াবহ রূপ যৌননির্যাতন। নারী প্রতিনিয়ত ঘরে, বাইরে, রাস্তায়, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, দুর্যোগে-দুর্বিপাকে, এমন কি আনন্দানুষ্ঠানেও যৌননির্যাতনের শিকার হচ্ছে। যৌননির্যাতন করে বা যৌননির্যাতনের ভয়ভীতি দেখিয়ে নারীকে সর্বদা ভীতসন্ত্রস্ত করে রাখা হয়। এতে তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে জীবন হয়ে ওঠে দুর্বিসহ। নারীর শরীরই তার নিরাপত্তাহীনতা ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

নারীনির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকান নারীদের সম্মেলনে ২৫ নভেম্বরকে ‘নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে এ দিবসটি স্বীকৃতি পায় এবং তখন থেকে বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। নারীপক্ষ ১৯৯৭ সাল থেকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে দিবসটি পালন করে আসছে। এবারের বিষয় “নারীর উপর যৌননির্যাতন : প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়–ন।”

নারীর উপর যৌননির্যাতন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্যাতনের মূলে রয়েছে নারীকে মানুষ হিসাবে গণ্য না করার মানসিকতা, দৃষ্টিভঙ্গী ও সংস্কৃতি এবং সর্বোপরি নারীকে সদা-সর্বদা ভোগ্যবস্তু ভাবা। এর সাথে যুক্ত হয়েছে দেশে বিরাজমান বিচারহীনতা, দায়িত্ব-কর্তব্যে অবহেলা, উদাসীনতা এবং আইনের শাসনের অভাব। প্রাচীনকাল থেকে সমাজের চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গী নারীকে সর্বদা অধস্তন ও অধীনস্ত ভাবে এবং তার সাথে যেকোন ধরনের আচরণ করে বিনা বিচারে পার পাওয়া যায় বলেই একের পর এক যৌননির্যাতনের ঘটনা ঘটেই চলেছে, অথচ নির্যাতনের শিকার নারীকেই দোষারোপ করে, তার পোশাক-পরিচ্ছদ ও চলাফেরা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যে চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গী এবং বিচারহীনতার সংস্কৃতি নারীর উপর যৌননির্যাতন করার প্রবণতা তৈরি ও বৃদ্ধি করে তা পরিবর্তনের জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে, ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে জোর আন্দোলন গড়ে তুলতে হবে।

নারীর উপর যৌননির্যাতন একটি গুরুতর অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে জোর প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়–ন। বিচার নিশ্চিত করতে এগিয়ে আসুন, কার্যকর উদ্যোগ নিন। যৌননির্যাতনের শিকার নারীকে দোষারোপ না করে তার প্রতি সহমর্মী হোন, পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। নিজে উদ্যোগ নিন, অন্যের উদ্যোগে সামিল হোন।

কর্মসূচি
দিনক্ষণ: ১১ অগ্রহায়ণ ১৪২২/২৫ নভেম্বর ২০১৫, বুধবার বিকেল ৪টা-৫টা।
স্থান: রবীন্দ্র সরোবর, (ধানমন্ডি লেকপাড়)
আপনিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নারীর উপর যৌননির্যাতন রোধে একাত্ম হোন।
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This