স্মারক নং- না.প- ০৭/২০১৯- ৪৭৯
২৩ শ্রাবণ ১৪২৬/৭ আগস্ট ২০১৯
প্রতিবাদ বিবৃতি
ম্রো সম্প্রদায়ের জমি কেড়ে নিয়ে তাদেরকে বাস্তুহীন করার ঘৃণ্য তৎপরতায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
পত্রিকান্তরে প্রকাশ, গত ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট ২০১৯ মেরিডিয়ান কোম্পানির শতাধিক লাঠিসোটাধারি লোকজন বান্দরবানের লামা সরই ইউনিয়নের ক্যজুপাড়া লুলাইন সড়কের নতুনপাড়ায় ¤্রােদের জুমের জমি ও বাগান দখল করে নিয়েছে। ফলে সেখানকার ২০টি দরিদ্র ম্রো পরিবার বাস্তুহীন হয়ে পড়েছে। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিবিলম্বে এই ঘৃণ্য তৎপরতা বন্ধ করে ম্রোদের বাস্তুভিটা ও জমিজমা ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছে।
ম্রোদের অভিযোগ, মেরিডিয়ান কোম্পানি, লামা রাবার লিমিটেড ও কোয়ান্টাম ফাউন্ডেশন রাবার বাগানের জন্য ইজারা নেওয়ার নামে সেখানকার হাজার হাজার একর জমি দখল করেছে। মেরিডিয়ান কোম্পানি নতুনপাড়া ম্রোদের উচ্ছেদের জন্য তিন-চার বছর ধরে নানাভাবে চেষ্টা করে আসছে। পাড়াটি পুড়িয়ে দেবে বলেও হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি, বরং তাদের কেউ কেউ দখলদার মেরিডিয়ানকেই সহযোগিতা করেছে।
নারীপক্ষ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে, ম্রোদের মতো ক্ষুদ্র জনগোষ্ঠীসহ দেশের কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরই যাতে কোন ধরনের জোর-জুলুম, দখলবাজী ও অত্যাচার, নিপীড়ন না হয় সেদিকে গভীর মনোযোগ ও দৃষ্টি দেবেন এবং এই ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।