স্মারক নং- না.প- ০৮/২০১৮-
২৩ শ্রাবণ ১৪২৫/৭ আগস্ট ২০১৮
বরাবর
মাননীয় মন্ত্রী,
বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয়
ঢাকা
বিষয়: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ ও এটি যথোপযুক্ত স্থানে লাগানোর বাধ্যবাধকতার জন্য আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণ
মাননীয় মন্ত্রী মহোদয়,
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ঢাকা নগরীর বিভিন্ন অফিস-আদালত, প্রতিষ্ঠান ও বাড়িঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যাপক ও যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এই যন্ত্র থেকে নির্গত গরম বাতাস অসহনীয় তাপমাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে, ফলে আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ছে। তাই, এসি’র ব্যবহার নিয়ন্ত্রণ ও এই যন্ত্র যথোপযুক্ত স্থানে লাগানোর বাধ্যবাধকতার জন্য দেশে অনতিবিলম্বে একটি শক্তিশালী কার্যকর আইন প্রণয়ন এবং এর বাস্তবায়নে জোরালো পদক্ষেপ গ্রহণের জন্য নারীপক্ষ আপনার কাছে আবেদন জানাচ্ছে।
বিনীত,
অর্চনা বিশ্বাস
সভানেত্রী,
নারীপক্ষ