Select Page
২০১৮-০৮-০৭
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ ও এটি যথোপযুক্ত স্থানে লাগানোর বাধ্যবাধকতার জন্য আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণ বিষয়ে বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি

স্মারক নং- না.প- ০৮/২০১৮-

২৩ শ্রাবণ ১৪২৫/৭ আগস্ট ২০১৮

বরাবর
মাননীয় মন্ত্রী,
বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয়
ঢাকা

বিষয়: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ ও এটি যথোপযুক্ত স্থানে লাগানোর বাধ্যবাধকতার জন্য আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণ

মাননীয় মন্ত্রী মহোদয়,

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ঢাকা নগরীর বিভিন্ন অফিস-আদালত, প্রতিষ্ঠান ও বাড়িঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যাপক ও যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এই যন্ত্র থেকে নির্গত গরম বাতাস অসহনীয় তাপমাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে, ফলে আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়ছে। তাই, এসি’র ব্যবহার নিয়ন্ত্রণ ও এই যন্ত্র যথোপযুক্ত স্থানে লাগানোর বাধ্যবাধকতার জন্য দেশে অনতিবিলম্বে একটি শক্তিশালী কার্যকর আইন প্রণয়ন এবং এর বাস্তবায়নে জোরালো পদক্ষেপ গ্রহণের জন্য নারীপক্ষ আপনার কাছে আবেদন জানাচ্ছে।

বিনীত,

অর্চনা বিশ্বাস
সভানেত্রী,
নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This