স্মারক নং- না.প. ০২/২০১৫-
২৭ মাঘ ১৪২১/৯ ফেব্রুয়ারি ২০১৫
বরাবর
আসাদুজ্জামান খাঁন
মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: পার্বত্য অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগণের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ ও প্রত্যাহার দাবি
মাননীয় মন্ত্রী মহোদয়,
বাংলাদেশে বহুল প্রকাশিত বাংলা ও ইংরেজী দৈনিক পত্রিকান্তরের সংবাদ মারফত জানতে পারলাম যে, গত ৭ জানুয়ারি ২০১৫, আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত “শান্তিচুক্তি পরবর্তী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়” সংক্রান্ত সভার সিদ্ধান্ত,
“কোন দেশী-বিদেশী ব্যক্তি/সংস্থা কর্তৃক পার্বত্য অঞ্চলে উপজাতীয়দের সাথে সাক্ষাৎ কিংবা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী/বিজিবি এর উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
এই সিদ্ধান্ত আমাদের হতবাক ও মর্মাহত করেছে। এই সিদ্ধান্ত পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগণের প্রতি সরকারের বৈষম্যমূলক মনোভাব ও আচরণের বহিঃপ্রকাশ। আমরা মনে করি, গণতান্ত্রিক রাষ্ট্রের একই ভূখন্ডের অধিবাসী নাগরিকদের জন্য এহেন বিধি-বিধান পারস্পরিক সৌহার্দ ও শান্তি বিনষ্ট করবে। আমরা এই অপমানজনক, পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
ধন্যবাদসহ,
অমিতা দে
সভানেত্রী
নারীপক্ষ