Select Page
২০২৩-০৫-০৭
অবাধ বৃক্ষ নিধন বন্ধে পদক্ষেপ গ্রহণ বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি

স্মারক নং- না.প- ০৫/২০২৩-

২৪ বৈশাখ ১৪৩০/৭ মে ২০২৩

বরাবর
মাননীয় মন্ত্রী,
বন ও পরিবেশ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা

বিষয়: অবাধ বৃক্ষ নিধন বন্ধে পদক্ষেপ গ্রহণ

মাননীয় মন্ত্রী মহোদয়,

আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সড়ক উন্নয়ন, স্থপনা ও ইমারত নির্মাণসহ বিভিন্ন উনয়নের নামে ধানমন্ডির সাতমসজিদ রোডসহ ঢাকা নগরীর বিভিন্ন সড়ক ও পার্কে অবাধে বৃক্ষ নিধন হচ্ছে, যা আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকির।
আমরা সকলেই জানি, পৃথিবীর তাপমাত্রা ব্যাপক হারে বাড়ছে। জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব দিন দিন পৃথিবীর ওপর উদ্বেগজনক মাত্রায় বেড়ে চলেছে, যা কেবল তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদীও। তাপমাত্রা বাড়ার কারণে একের পর এক ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। ধ্বংস হচ্ছে বনাঞ্চল, মারা যাচ্ছে মানুষ ও অসংখ্য প্রাণী। অত্যন্ত পরিতাপের বিষয় যে, অসংখ্য নদ-নদী, পাহাড়, সমুদ্র ও বিস্তীর্ণ বনাঞ্চল ঘেরা বাংলাদেশেও এই নেতিবাচক প্রভাব দিন দিন তীব্র হচ্ছে। ঢাকাসহ দেশের শহরগুলোতে এই সমস্যা আরো প্রকট। অন্যান্য কারণের মধ্যে এর একটি অন্যতম কারণ হচ্ছে অবাধে বৃক্ষ নিধন। সমস্যার ভয়াবহতা উপলব্ধি করে পরিবেশ বিজ্ঞানী এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনকারী বিভিন্ন সংগঠ/প্রতিষ্ঠান/সংস্থা এ বিষয়ে বার বার সতর্ক করা, এমনকি মাননীয় প্রধান মন্ত্রী নিজেও বিভিন্ন জায়গায় তাঁর বক্তৃতায়/ভাষণে দেশের মানুষকে বৃক্ষ রোপনের আহŸান জানাচ্ছেন, সেখানে এই অবাধ বৃক্ষ নিধন বন্ধে কেন সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না তা আমাদের বাধগম্য হচ্ছে না।
দেশের উন্নয়ন হোক -এটা আমরাও চাই কিন্তু তা অবশ্যই পরিবেশ-প্রকৃতির ক্ষতি করে নয়, কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ; আর মানুষের জন্যই উন্নয়ন, তাই আপনার কাছে নারীপক্ষ’র জোর দাবি, অবাধে বৃক্ষ নিধন বন্ধে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং এটি স্থায়ী করতে অনতিবিলম্বে একটি শক্তিশালী আইন প্রণয়ন ও এর বাস্তবায়নে জোরালো পদক্ষেপ নিন।

বিনীত,

তাসনীম আজীম
সভানেত্রী,
নারীপক্ষ


 

 

Pin It on Pinterest

Share This