স্মারক নং- না.প. ০২/২০১৭-
৮ ফাল্গুন ১৪২৩/২০ ফেব্রুয়ারি ২০১৭
বরাবর,
তানভীর মোকাম্মেল
ফ্লাট- সি ১/১৫
সড়ক- ১০, ধানমন্ডি আবাসিক এলাকা
ঢাকা-১২০৫
শ্রদ্ধাভাজনেষু,
শিল্পকলায় (চলচ্চিত্র) বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি ২০১৭ সালের ‘একুশে পদক’ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এই পদক প্রাপ্তি সৃজনশীল চলচ্চিত্র নির্মানে আপনার দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি। চলচ্চিত্র জগতের প্রগতিশীল ধারাকে আরো শক্তিশালী করতে আপনার এই স্বীকৃতি নিশ্চয়ই অধিক প্রেরণা ও উৎসাহ যোগাবে।
আপনি নারীপক্ষ’র একজন বন্ধু ও শুভানুধ্যায়ী। বিভিন্ন সময়ে আমাদের অনুষ্ঠান ও আলোচনায় আপনার উপস্থিতি, বিশেষত নারীপক্ষ আয়োজিত মুক্ত ফোরাম এ আপনার অংশগ্রহণ ও সমৃদ্ধ আলোচনা থেকে আমরা বিশেষ উপকৃত হয়েছি।
আরো একবার শুভেচ্ছাসহ
সকল সদস্য ও কর্মীর পক্ষে,
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ