Select Page
২০১৪-০৩-০৫
স্বাধীনতা পুরষ্কার ২০১৪ পাওয়ায় কাইয়ুম চৌধুরী কে প্রাণঢালা অভিনন্দন।

স্মারক নং- না.প. ০৩/২০১৪-

২১ ফাল্গুন ১৪২০/৫ মার্চ ২০১৪

বরাবর,
কাইয়ুম চৌধুরী
১৫, শেখ সাহেব বাজার লেন
আজিমপুর, ঢাকা

শ্রদ্ধাভাজনেষু,

আপনি বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী, আমাদের সকলের গর্ব। সাংস্কৃতিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধ তথা দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য আপনি স্বাধীনতা পুরষ্কার ২০১৪ পেয়েছেন; এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভকামনায়,

অমিতা দে
সভানেত্রী
নারীপক্ষ


 

 

 

Pin It on Pinterest

Share This