স্মারকনংনা.প ০১/২০২৪-
১৪ মাঘ ১৪৩০/২৮ জানুয়ারি ২০২৪
বরাবর
এ কে আজাদ
মাননীয় সংসদ সদস্য,
ফরিদপুর- ৩ (সদর)
বিষয়: সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
মহোদয়,
আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৩ (সদর) আসনে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনি নারীপক্ষ’র একজন বন্ধু ও শুভানুধ্যায়ী। আপনার এই বিজয়কে আমরা স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা, জাতীয় সংসদে আপনার বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
আমাদের শুভ কামনা সর্বদা আপনার সাথে থাকবে।
গীতা দাস
সভানেত্রী
নারীপক্ষ