Select Page
২০১৮-০৬-২৭
‘শিল্পকলা পদক’ পাওয়ায় কাঙ্গালিনী সুফিয়া কে আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০৬/২০১৮-

১৩ আষাঢ় ১৪২৫/২৭ জুন ২০১৮

বরাবর,
কাঙ্গালিনী সুফিয়া
সাভার রেডিও কলোনী
জামসিং নবীন মার্কেট, মডেল টাউন
ডাক: পিএটিসি
উপজেলা: সাভার
ঢাকা-১৯

বিষয়: ‘শিল্পকলা পদক’ পাওয়ায় আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

প্রিয় বোন কাঙ্গালিনী সুফিয়া,

লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য আপনি ‘শিল্পকলা পদক’ ২০১৭ পাওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

২০১০ সালে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারীদিবস’ এর শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১২ মার্চ ২০১০ ঢাকায় জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে নারীপক্ষ আয়োজিত “বাজাও আপন সুর” অনুষ্ঠানে আমরা আমাদের দেশের সঙ্গীত জগতে নারীদের পদচারণা, পথচলা বা সুরের অন্তরালে যে সংগ্রাম এবং সাধনা রয়েছে তা তুলে ধরার প্রয়াস করেছি নজরুল, রবীন্দ্রনাথ, লালন, ভাওয়াইয়া, লোকগীতি ও আধুনিক গানের পুরানো দিনের শিল্পীদের স্মৃতিচারণ ও বর্তমান সময়ের শিল্পীদের গানের মাধ্যমে। আপনি তখন বেশ অসুস্থ ছিলেন, তথাপি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সেদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অসুস্থ শরীর নিয়েও আপনার প্রাণবন্ত এবং উদ্দাম সঙ্গীত পরিবেশনায় বরাবরের ন্যায় আমরা মুগ্ধ হয়েছিলাম। এর আগে নব্বইয়ের দশকেও একবার ‘আন্তর্জাতিক নারীদিবস’ উদ্যাপনে রমনা পার্কে নারীপক্ষ’র অনুষ্ঠানে আপনি গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। আশাকরি, আমারা আবারও আপনাকে আমাদের অনুষ্ঠানে পাবো। আপনার সুস্থ দীর্ঘজীবন কামনা করি।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,

অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ।


 

Pin It on Pinterest

Share This