Select Page
২০১৮-০৬-২৭
‘শিল্পকলা পদক’ পাওয়ায় শর্মিলা বন্দ্যোপাধ্যায় কে আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০৬/২০১৮-

১৩ আষাঢ় ১৪২৫/২৭ জুন ২০১৮

বরাবর,
শর্মিলা বন্দ্যোপাধ্যায়
পরিচালক, ‘নৃত্য নন্দন’
চার্ম ভিল এ্যাপার্টমেন্ট (১০ম তলা)
ফ্লাট ১০০২
১৬৯, গ্রীণ রোড,
ঢাকা ১২০৫

বিষয়: ‘শিল্পকলা পদক’ পাওয়ায় আমাদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

প্রিয় বোন শর্মিলা,

নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য আপনি ‘শিল্পকলা পদক’ ২০১৭ পাওয়ায় আমরা খুবই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

আপনি আমাদের একজন বন্ধু ও সুহৃদ। নারীপক্ষ’র পঁচিশ বছর পূর্তি উপলক্ষে “ভিন্ন করব নীল আকাশ” অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ ও অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমীন চৌধুরীকে নারীপক্ষ থেকে ৯ জুলাই ২০১৩ ঢাকায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। আপনার পরিচালিত ‘নৃত্য নন্দন’ এর শিল্পীবৃন্দের নৃত্য পরিবেশনা সংবর্ধনা অনুষ্ঠানটিকে অনেক বেশী প্রাণবন্ত করে তুলেছিল। আমরা প্রত্যেকে এবং মাননীয় স্পিকার নিজেও আপনাদের নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন। এছাড়া, বালিকাদের প্রতি বৈষম্যের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংস্থা ‘সার্ক’ ১৯৯০ সালকে “বালিকা বর্ষ” ঘোষণা করলে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এই উপলক্ষে এক অনুষ্ঠানমালার আয়োজন করে। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারীপক্ষ প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে “নহি দেবী, নহি সামান্যা নারী” পরিবেশিত হয়। আপনার নৃত্যনৈপুন্য, আন্তরিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে এই গীতিনাট্যটির সফল পরিবেশনা সম্ভব হয়েছিলো।

নারীপক্ষ অতীতে আপনার কাছ থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছে, আশাকরি ভবিষ্যতেও আপনার এই সহযোগিতা অব্যহত থাকবে। আমরা আপনার আরো সফলতা ও সুস্থ দীর্ঘজীবন কামনা করি।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে,

অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ।


 

Pin It on Pinterest

Share This