Select Page
২০১৬-০৮-০৭
শাপলা নীর এর নতুন বাংলাদেশ প্রতিনিধি নিযুক্ত হওয়ায় Mr. Nabutada SUGAHARA কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছ।

স্মারক নং- না.প. ০৮/২০১৬-

২৩ শ্রাবণ ১৪২৩/৭ আগস্ট ২০১৬

বরাবর,
Mr. Nabutada SUGAHARA
বাংলাদেশ প্রতিনিধি, শাপলা নীর
৯/১ ইকবাল রোড, বøক- এ
মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭

বিষয়: শুভেচ্ছা জ্ঞাপন।

প্রিয় Mr. Nabutada SUGAHARA,

আপনি শাপলা নীর এর নতুন বাংলাদেশ প্রতিনিধি নিযুক্ত হওয়ায় নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছ।

নারীপক্ষ নারীকে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অধিকারসম্পন্ন নাগরিক ও মর্যাদাসম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১৯৮৩ সাল থেকে কাজ করে আসছে। বিভিন্ন সভা-সেমিনার কর্মসূচির মাধ্যমে শাপলা নীর এর সাথে নারীপক্ষ’র যোগাযোগ ও বন্ধুত্ব। আমরা আশাকরি, আপনার আন্তরিকতা এবং উদ্যোগ আমাদের এই বন্ধুত্ব ও যোগাযোগকে আরো মজবুত করবে। নারীপক্ষ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে একটি সংক্ষিপ্ত বর্ণনা সংযুক্ত করে দেওয়া হলো।

আপনার সফলতা ও সর্বাঙ্গীন কুশল কামনা করছি।

সকল সদস্য ও কর্মীর পক্ষে,

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This