স্মারক নং- না.প. ০১/২০১৭-
২৫ পৌষ ১৪২৩/৮ জানুয়ারি ২০১৭
বরাবর,
এ্যারোমা দত্ত
নির্বাহী পরিচালক
প্রিপ ট্রাস্ট
৬৭/বি পশ্চিম রাজাবাজার
ইন্দিরা রোড
ঢাকা-১২১৫।
বিষয় : ‘রোকেয়া পদক’ প্রাপ্তিতে অভিনন্দন জ্ঞাপন।
প্রিয় বোন,
নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি ২০১৬ সালের ‘রোকেয়া পদক’ পাওয়ায় নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নারী আন্দোলন ও নারী উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূত্রে আপনি ও আপনার সংগঠন ‘প্রিপ ট্রাস্ট’ এর সাথে আমাদের দীর্ঘদিনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ২০০৩ সালে নারীপক্ষ’র দুর্বার ‘নেটওয়ার্ক কর্মসূচি’ এর আওতায় “নারীর নেতৃত্ব বিকাশ” বিষয়ক একটি প্রশিক্ষণ সহায়িকা তৈরি এবং উক্ত প্রশিক্ষণ প্রদানে ‘প্রিপ টাস্ট’ সরাসরি অংশগ্রহণ করে। এছাড়া, নারী আন্দোলনের বিভিন্ন ইস্যুতেও আমরা অনেক সময়ে একসাথে কাজ করেছি, সমর্থন-সহযোগিতা পেয়েছি/দিয়েছি। আপনার এই অর্জনে আমরাও অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এই স্বীকৃতি নারীর অগ্রগতি সাধনের ক্ষেত্রে আপনার কর্মকান্ডকে আরো বেগবান ও শক্তিশালী করতে নিশ্চয়ই প্রেরণা যোগাবে।
শ্রদ্ধার সাথে,
রেহানা সামদানী
সভানেত্রী