স্মারক নং- না.প. ০৩/২০১৮- ৫৫
২০ ফাল্গুন ১৪২৪/৪ মার্চ ২০১৮
লুনা শামসুদ্দোহা
চেয়ারম্যান, জনতা ব্যাংক
‘দোহা হাউজ’
৪৩ পুরানা পল্টন লাইন, ঢাকা।
বিষয়: রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
শ্রদ্ধাভাজনেষু,
আপনি প্রথম নারী, যিনি বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনি এর আগেও অনেক গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, তারই ধারাবাহিকতায় আপনার এই অর্জন। আমরা আশা করি, নতুন এই দায়িত্বেও আপনি আপনার যোগ্যতা ও সফলতার প্রমান দেবেন।
আপনি নারীপক্ষ’র একজন বন্ধু ও সুহৃদ। নারীপক্ষ পরিচালিত ‘৭১ এর যে নারীদের ভুলেছি’ কর্মসূচির আওতায় বীরাঙ্গনাদের ভাতা প্রদানে আপনি আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে যাচ্ছেন, এজন্য আমরা আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তদুপরি গেল শীতে ৩৪ জন বীরাঙ্গনা বোন ও লালমনিরহাটে বসবাসরত ১৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আমরা আপনার দেওয়া কম্বল বিতরণ করতে পেরে খুশি।
আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সকল সদস্য ও কর্মীর পক্ষে,
অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ