Select Page
২০১৬-০৯-২৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক “বিভাগীয় জয়িতা পুরস্কার” পাওয়ায় সুফিয়া ইসলাম কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

স্মারক নং- না.প. ০৯/২০১৬-

৮ আশ্বিন ১৪২৩/২৩ সেপ্টেম্বর ২০১৬

বরাবর,
সুফিয়া ইসলাম
সভানেত্রী,
লক্ষীপুর দুস্থ মহিলা শিল্প সংস্থা
বাড়ি- ২৮ (নওদাপাড়া টেক্সটাইল মিলের পিছনে)
গ্রাম- রায়পাড়া, ডাকঘর- সপুরা,
থানা- শাহ্মখদুম, জেলা- রাজশাহী

প্রিয় বোন,

আপনি সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক “বিভাগীয় জয়িতা পুরস্কার” পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। আপনি ‘দুর্বার নেটওয়ার্ক’ ভুক্ত একটি সদস্য সংগঠনের সভানেত্রী হিসেবে আপনি আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী ও কাছের জন, সেদিক দিয়ে আপনার এই অর্জনে আমাদের আনন্দ ও গর্ব অনেক বেশী। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের প্রত্যাশা, এই অর্জন সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার লড়াইকে আরো শক্তিশালী ও গতিশীল করবে।

শুভেচ্ছাসহ,

সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This