স্মারক নং- না.প. ০৩/২০১৭-
৮ চৈত্র ১৪২৩/২২ মার্চ ২০১৭
বরাবর,
ফিরোজা বেগম
নির্বাহী পরিচালক,
পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা)
কালিগঞ্জ (তুষভান্ডার)
লালমনিরহাট
প্রিয় বোন,
আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মানবাধিকার জোট কর্তৃক প্রদত্ত “মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত স্মৃতি সম্মাননা-২০১৭” অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য এবং কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
‘দুর্বার নেটওয়ার্ক’ ভুক্ত একটি সদস্য সংগঠনের প্রধান হিসেবে আপনি আমাদের বন্ধু, শুভানুধ্যায়ী ও কাছের জন। আপনার এই অর্জনে আমাদের আনন্দ ও গর্ব অনেক বেশী। আমাদের প্রত্যাশা, এই অর্জন আপনার কর্মকান্ডকে অনেক বেশী শক্তিশালী ও গতিশীল করবে।
শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে
রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ