Select Page
২০২৩-১২-১০
বেগম রোকেয়া পদকে ভূষিত হওয়ায় ডা. হালিদা হানুম আক্তার কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

স্মারকনংনা.প ১২/২০২৩-

২৫ অগ্রহায়ণ ১৪৩০/১০ ডিসেম্বর ২০২৩

বরাবর
ডা. হালিদা হানুম আক্তার
চিফ অফ পার্টি
এনএইচএসডিপি
পশ্চিম উত্তর মুগদা,
ঢাকা- ১২১৪

বিষয়: বেগম রোকেয়া পদকে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

প্রিয় ডা. হালিদা হানুম আক্তার,

নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ আপানি বেগম রোকেয়া পদক- ২০২৩ এ ভূষিত হয়েছেন। আপনার এই সাফল্যে আমরা অত্যন্ত আনান্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নারীপক্ষ’র গত ৪০ বছরের দীর্ঘ যাত্রায় প্রায় ৩০ বছর ধরে আপনি আমাদের সাথে সম্পৃক্ত। নারীপক্ষ’র ‘স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দল’ এর একজন সদস্য হিসেবে আপনি আমাদের স্বাস্থ্য বিষয়ক সকল কর্মসূচিতে অংশগ্রহণ ও অভিজ্ঞ মতামত প্রদানের মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে আসছেন। ‘নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য’র উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা নিরসনের আন্দোলনে আপনি আমাদের নিরন্তর অনুপ্রেরণা। আপনার নেতৃত্বে নারীপক্ষ’র ‘মাতৃস্বাস্থ্য ও নারীর প্রতি সহিংসতা’ বিষয়ক গবেষণা পরিচালিত এবং গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়াও, আপনি ১৯৯৪ সালে কায়রোতে অনুষ্ঠিত আইসিপিডি সম্মেলনে নারীপক্ষ’র প্রয়াত সদস্য নাসরীন হক এর সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

এযাবৎকাল নারীপক্ষ’র বিভিন্ন কার্যক্রমে আপনার অংশগ্রহণ ও অবদান আমরা সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আশা করছি ভবিষ্যতেও আমরা এভাবেই আপনাকে পাশে পবো।

আপনার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

ধন্যবাদান্তে

ডা. তাসনীম আজীম
সভানেত্রী
নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This