স্মারক নং- না.প. ০৬/২০২২-
৬ আষাঢ় ১৪২৯/২০ জুন ২০২২
বরাবর,
ড. শেহ্লিনা আহমেদ
স্বাস্থ্য উপদেষ্টা, হিউম্যান ক্যাপিটাল টিম, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন
বিষয়: বৃটিশ সাম্রাজ্যের‘সম্মানসূচক সদস্যপদ’ লাভ করায় নারীপক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
প্রিয় ড. শেহ্লিনা আহমেদ,
আপনি বৃটিশ সাম্রাজ্যের‘সম্মানসূচক সদস্যপদ’ লাভ করায় নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশে বৃটিশ হাই কমিশনে কর্মরত একমাত্র আপনিই এই সম্মান লাভ করেছেন। নিঃসন্দেহে কাজের প্রতি আপনার একাগ্রতা ও নিষ্ঠার ফলেই এই অর্জন। এই প্রাপ্তিতে আপনার সাথে সাথে আমরাও গর্বিত ও আনন্দিত।
আমরা আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
তাসনীম আজীম,
সভানেত্রী