স্মারক নং- না.প. ০২/২০১৪-
১২ফাল্গুন ১৪২০/২৪ ফেব্রুয়ারি ২০১৪
বরাবর,
অর্চনা বিশ্বাস
জয়তী সোস্যাইটি
২২/সি, মুজিব সড়ক
রেল গেট, যশোর
প্রিয় বোন অর্চনা,
সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য আপনি সম্প্রতি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে প্রদত্ত ‘জয়িতা’ পুরষ্কার পেয়েছেন। আপনার এই প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শুভেচ্ছাসহ,
অমিতা দে
সভানেত্রী,
নারীপক্ষ