Select Page
২০১৪-০২-২৪
বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৩ পাওয়ায় কায়সার হক কে শুভেচ্ছা ও অভিনন্দন।

স্মারক নং- না.প. ০২/২০১৪-

১২ ফাল্গুন ১৪২০/২৪ ফেব্র“য়ারি ২০১৪

বরাবর,
কায়সার হক
অধ্যাপক, ইংরেজী বিভাগ
ইউল্যাব বিশ্ববিদ্যালয়
ধানমন্ডি, ঢাকা-১২০৫

শ্রদ্ধাভাজনেষু,

আপনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৩ পেয়েছেন; এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার অনুবাদিত সাহিত্যকর্ম বাংলা ভাষাভাষী পাঠককে ইংরেজী সাহিত্য ভান্ডারের অনাবিল স্বাদ পেতে সহযোগিতা করছে, এটা আমাদের সকলের জন্য এক বিরাট প্রাপ্তি।

আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভকামনায়,

অমিতা দে
সভানেত্রী
নারীপক্ষ


 

 

 

Pin It on Pinterest

Share This