স্মারক নং- না.প. ০৪/২০১৪-
২২ চৈত্র ১৪২০/৫ এপ্রিল ২০১৪
বরাবর,
অপূর্ব শর্মা
নির্বাহী সম্পাদক,
দৈনিক যুগভেরী
আম্বরখানা, সিলেট
ফোন: ০১৭১১৯১১০০৪
প্রিয় অপূর্ব শর্মা,
স্বাধীনতা যুদ্ধের ওপর ধারাবাহিক প্রতিবেদনের জন্য আপনি ‘বজলুর রহমান স্মৃতি পদক’ ২০১৩ পেয়েছেন; এ জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একজন তরুন লেখক-সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের ওপর আপনার গবেষণা কর্ম, বিশেষ করে বীরাঙ্গনাদের নিয়ে আপনি যে গবেষণা বই প্রকাশ করেছেন তা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধ নিয়ে যেখানে এত বিভ্রান্তি, সেখানে তৃণমূল পর্যায়ে গিয়ে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহের প্রয়াশ একটি আশার কথা।
আমাদের প্রত্যাশা, আপনি আপনার এই গবেষণা কাজ আরো অধিক সাফল্যের সাথে এগিয়ে নেবেন।
আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শুভকামনায়,
অমিতা দে
সভানেত্রী