Select Page
২০১৭-০২-২৭
নৃত্য শিল্পকলায় অসাধারণ নৈপুণ্য ও দক্ষতার স্বাক্ষর রাখায় শামীম আরা নীপা কে ২০১৭ সালের ‘একুশে পদক’ প্রদান করায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০২/২০১৭-

১৫ ফাল্গুন ১৪২৩/২৭ ফেব্রুয়ারি ২০১৭

বরাবর,
শামীম আরা নীপা
সিনিয়র ইন্স্ট্রাক্টর,
প্রশিক্ষণ বিভাগ, শিল্পকলা একাডেমি সেগুনবাগিচা
ঢাকা- ১০০০

প্রিয় শামীম আরা নীপা,

নৃত্য শিল্পকলায় অসাধারণ নৈপুণ্য ও দক্ষতার স্বাক্ষর রাখায় আপনাকে ২০১৭ সালের ‘একুশে পদক’ প্রদান করায় আমরা আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

নৃত্যশিল্প অঙ্গনে আপনার সৃজনশীল ও শক্তিশালী ভূমিকা বাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও নৃত্যশিল্পকে অধিক জনপ্রিয় করে তুলেছে। আপনার হাতে তৈরি হচ্ছে অনেক শিল্পী, যারা আমাদের এই শিল্পকে আরো অনেকদূর পর্যন্ত এগিয়ে নেবে। এই স্বীকৃতি নিশ্চয়ই আপনার কর্মকান্ডকে আরো প্রসারিত ও উন্নত করতে অধিক প্রেরণা এবং উৎসাহ যোগাবে।

শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This