Select Page
২০১৭-০২-২৮
দেশের সর্বোচ্চ রাষ্ট্রিয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় রাবেয়া খাতুন কে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা

স্মারক নং- না.প. ০২/২০১৭-

১৬ ফাল্গুন ১৪২৩/২৮ ফেব্রুয়ারি ২০১৭

বরাবর,
রাবেয়া খাতুন
বাড়ি- ৪৬
সড়ক- ২৩, ব্লক-বি
বনানী, ঢাকা-১২..

শ্রদ্ধাভাজনেষু,

আপনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রিয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। এ যাবৎ আপনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু ‘স্বাধীনতা পদক’ আপনাকে যেমন সম্মানের চূড়ায় পৌঁছে দিয়েছে, তেমনি আমাদের মতো আপনার গুণমুগ্ধদের আনন্দ ও গর্ব পরিপূর্ণতা পেয়েছে। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

পঞ্চাশের দশকে এই অঞ্চলের মুসলিম নারীদের জীবন যখন নানা বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ, তেমনই এক প্রতিকূল সময়ে একজন লেখিকা হিসেবে আপনার আত্মপ্রকাশ পাঠক মহলে বিস্ময় জাগিয়েছিলো। আপনার অসংখ্য রচনাবলী পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়েছে; বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ এবং ‘মধুমতি’। এই উপন্যাস দইুটি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’ এবং ‘মধুমতি’ আপনাকে ব্যাপক মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

আমরা আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This