Select Page
২০১৮-০৫-১৬
দেশের সর্বোচ্চ রাষ্ট্রিয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় সেলিনা হোসেন কে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

স্মারক নং- না.প. ০৫/২০১৮-

২ জ্যৈষ্ঠ ১৪২৫/১৬ মে ২০১৮

বরাবর,
সেলিনা হোসেন
বাড়ি- ১৬/এ
সড়ক- ২, শ্যামলী
ঢাকা-১২০৭

শ্রদ্ধাভাজনেষু,

সাহিত্যক্ষেত্রে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আপনি এ বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রিয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

এই পদক আপনাকে যেমন সম্মানের চূড়ায় পৌঁছে দিয়েছে, তেমনি আমাদের মতো আপনার গুণমুগ্ধদের আনন্দ ও গর্ব অনেকগুন বাড়িয়ে দিয়েছে। সাবলীল ভাষা ব্যবহার ও শব্দ প্রয়োগের যথার্থতা এবং কাহিনীর সহজ গতি সাহিত্য জগতে আপনাকে যেমন আলাদাভাবে বিশেষিত করেছে তেমনি আপনার রচনাবলীর প্রতিটি চরিত্র হয়ে উঠেছে বাস্তবের একেকজন জীবন্ত মানুষ। তাদের জীবনের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, লড়াই-সংগ্রাম যেন আমাদের প্রতিদিনের যাপিত জীবনেরই প্রতিচ্ছবি, যা আমাদের মতো পাঠককে দারুণভাবে আকৃষ্ট করে!

আপনার সাথে আমাদের সরাসরি যোগাযোগ খুব বেশী নয়, তথাপি আপনি আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ। আপনার মেয়ে লারা’র মর্মান্তিক মৃত্যুর পরে তাকে নিয়ে নারীপক্ষ’র সদস্য নাসরীন হক একটি কবিতা লিখেছিলেন। ২০০৬ সালের ২৪ এপ্রিল নাসরীন হককেও নির্মমভাবে প্রাণ হারাতে হয়। ঐ সময়ে নাসরীনের সর্বশেষ কর্মপ্রতিষ্ঠান এ্যাকশন এইড বাংলাদেশ কর্তৃক ‘ওসমানী স্মৃতি মিলনায়তন’ এ আয়োজিত স্মরণসভায় আপনার সাথে আমাদের দেখা হয়। তখন আপনি লেমিনেট করা নাসরীন হক এর লেখা সেই কবিতাটি দেখিয়ে বলেছিলেন, “এটি সবসময় আমার সাথে থাকে। এখন কেবল লারা নয়, নাসরীন ও লারা আমার কাছে এক হয়ে গেছে!”

আমরা আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছাসহ,
সকল সদস্য ও কর্মীর পক্ষে

অর্চনা বিশ্বাস
সভানেত্রী, নারীপক্ষ


 

Pin It on Pinterest

Share This