স্মারক নং- না.প. ১১/২০১১-
১৮ কার্তিক ১৪১৮/২ নভেম্বর ২০১১
বরাবর,
ডাঃ সেলিনা হায়াৎ আইভী
মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
নারায়ণগঞ্জ
বিষয়: দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন।
প্রিয় বোন সেলিনা হায়াৎ,
বাংলাদেশে সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় নারীপক্ষ থেকে আপনাকে অভিনন্দন। এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অগ্রযাত্রায় আরও একটি মাইলফলক, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাকে বিজয়ী করেছে সেই প্রত্যাশার সফল বাস্তবায়নে আপনার সর্বোচ্চ মেধা, শ্রম, ধৈর্য ও মনোযোগ নিয়োজিত থাকবে এটা আমাদের একান্ত কাম্য।
নারীপক্ষ’র সকল সদস্য-কর্মীর পক্ষ থেকে আপনাকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা।
ইউ.এম. হাবিবুন নেসা,
সভানেত্রী