Select Page
২০১৬-০৯-১১
‘ডেমোক্রেটিক পিপলস্ রিপাবলিক অব কোরিয়া এর মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন প্রস্তুতের জন্য বিশেষজ্ঞ প্রতিবেদক দলের সদস্য মনোনীত করায় সারা হোসেন কে প্রাণঢালা অভিনন্দন।

স্মারক নং- না.প. ০৯/২০১৬-

২৭ ভাদ্র ১৪২৩/১১ সেপ্টেম্বর ২০১৬

বরাবর,
সারা হোসেন
সাম্মানিক নির্বাহী পরিচালক
বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
১/১ পাইওনিয়ার রোড
কাকরাইল, ঢাকা- ১০০০

প্রিয় সারা হোসেন,

জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার কর্তৃক আপনাকে ‘ডেমোক্রেটিক পিপলস্ রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে)’ এর মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন প্রস্তুতের জন্য বিশেষজ্ঞ প্রতিবেদক দলের সদস্য মনোনীত করায় আমরা যারপরনাই আনন্দিত ও গর্বিত। আপনি নারীপক্ষ’র একজন শুভাকাক্সক্ষী ও প্রাক্তন সদস্য বিধায় আমাদের এই আনন্দ ও গর্ব দ্বিগুন। আপনাকে নারীপক্ষ’র প্রত্যেক সদস্য ও কর্মীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

মানবাধিকার রক্ষা এবং দেশের বৃহত্তর নারীসমাজের পক্ষে, বিশেষ করে ধর্ষণ, যৌনহয়রানি ও সহিংসতার শিকার নারী এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে, আপনি দীর্ঘদিন ধরে নিরলস লড়াই করে আসছেন। আমাদের বিশ্বাস, এই অর্জন দেশের বাইরেও আপনার লড়াইকে আরো শক্তিশালী ও সুসংহত করতে সহায়তা করবে।

শুভেচ্ছাসহ,

সকল সদস্য ও কর্মীর পক্ষে

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ


 

 

 

Pin It on Pinterest

Share This